বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম মহল্লায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, রোববার রাতে পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান উল্লেখিত স্থানে পৌঁছলে কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও কাভার্ডভ্যানের কেবিন ও ভিতরের কিছু মালামাল পুড়ে গেছে। কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।